অত্র নোটিশ জারির তারিখ হতে ১৫(পনের) দিনের মধ্যে মেসার্স নাজমুল ইসলাম মৎস্য প্রকল্প প্রোঃ জনাব মো: নাজমুল ইসলাম, পিতা- নূরুল ইসলাম, দাম পাটুলি, যশোদল, সদর কিশোরগঞ্জকে খেলাপী পাওনা বাবদ আসল খাতে ৫২৩৭১ (বায়ান্ন হাজার তিন শত একাত্তর) টাকা এবং সুদ খাতে ৭৪৯৬ (সাত হাজার চারশত ছিয়ান্নব্বই) টাকা মোট ৫৯৮৬৭ (ঊনষাট হাজার আটশত একাত্তর) টাকা এককালীন পরিশোধের জন্য জানানো যাচ্ছে এবং অন্যথায় সমুদয় খেলাপী ঋণ আদায়ের জন্য আইনগত পদক্ষেপ নেয়া হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস