অত্র নোটিশ জারির তারিখ হতে ১৫(পনের) দিনের মধ্যে মেসার্স কাউছার মৎস্য প্রকল্প প্রোঃ জনাব মো: কাউছার, পিতা- মতিউর রহমান নানশ্রী, করিমগঞ্জ, কিশোরগঞ্জকে খেলাপী পাওনা বাবদ আসল খাতে ৯০,৩৪৩/-(নব্বই হাজার তিন শত তেতাল্লিশ) টাকা এবং সুদ খাতে ২১,৮১০/- (একুশ হাজার আটশত দশ) টাকা মোট ১,১২,১৫৩/-(এক লক্ষ বার হাজার একশত তিপান্ন) টাকা এককালীন পরিশোধের জন্য জানানো যাচ্ছে এবং অন্যথায় সমুদয় খেলাপী ঋণ আদায়ের জন্য আইনগত পদক্ষেপ নেয়া হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস