প্লট প্রপ্তি=>
*প্লট প্রাপ্তির জন্য নির্ধারিত আবেদন পত্রে প্রয়োজনীয় কাগজপত্রসহা আবেদন করতে হয়।
* আবেদন পত্র যাচাই বাছাই এর পর জেলা ভূমি বরাদ্দ কমিটির সভায় উপস্থাপন করা হয়।
* জেলা ভূমি বরাদ্দ কমিটির সভায় অনুমোদনের পর শিল্পনগরী অফিস থেকে বরাদ্দপত্র জারি করা হয়।
* বরাদ্দপত্র জারির পর ডাউন পেমেন্ট জমা দিয়ে প্লট বুঝে নিতে হয়।
* লে আউট প্ল্যান অফিসে জমা দিয়ে পাশ করিয়ৈ কারখানার কাজ শুরু করতে হয়।
নিবন্ধন প্রদান=>
# নির্থারিক মূল্য দিয়ে অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ।
# প্রযোজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র অফিসে জমাদান।
# আবেদনপত্রের তথ্য যাচা্ই বাছাই এর পর নিবন্ধন প্রদানের যোগ্য হলে নিবন্ধন ফি জমাদান।
# নিবন্ধন প্রদান।
ঋন সহায়তা=>
# ঋণ আবেদন ফরম সযগ্রহ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র জমাদান।
# আবেদনকারীর পছন্দীয় ব্যাংকের সাথে পরামর্শ করে ঋন আবেদন প্রেরন।
# ব্যাংক কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ঋন মঞ্জুরীর ব্যবস্থা করন।
প্রশিক্ষণ=>
# সার্কুলার/বিজ্ঞপ্তি প্রকাশের পর প্রশিক্ষণের জন্য আবেদন।
# আবেদনপত্র যাচাই বাছাই এর পর প্রশিক্ষণেল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।
# প্রশিক্ষন প্রদান।
এখানে উল্লেখ্য যে কোন কোন প্রশিক্ষন স্থানীয়ভাবে সম্ভব না হলে বিসিকের নিজস্ব প্রশিক্ষণ ইনস্টিটিউটের মাধ্যমে দেয়ার জন্য ব্যবস্থা গ্রহন করা হয়ে থাকে
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস