Wellcome to National Portal
Main Comtent Skiped

Image
Title
🎉 বিসিক উদ্যোক্তা ও বৈশাখী মেলা – ২০২৫ 🎉
Details

🎉 বিসিক উদ্যোক্তা ও বৈশাখী মেলা – ২০২৫ 🎉  


👉 স্টল বুকিং চলছে...


📍 স্থান: পুরাতন স্টেডিয়াম মাঠ, কিশোরগঞ্জ

📅 মেলা তারিখ: ১৪-০৪-২০২৫ হতে ২৩-০৪-২০২৫ পর্যন্ত।


🕘 সময়: সকাল ১০:০০টা থেকে রাত ০৮:০০টা পর্যন্ত।


⏳ মেলার মেয়াদ: ১০ দিন


💼 স্টল ফি:  

🔹 ৪,৫০০/- (বিসিক নিবন্ধিত)  

🔹 ৬,৫০০/- (বিসিক নিবন্ধিত নয়)



📝 স্টল নিতে প্রয়োজনীয় কাগজপত্র:  

1️⃣ পূরণকৃত আবেদন ফরম – ১ কপি।

2️⃣ পাসপোর্ট সাইজের ছবি – ১ কপি।

3️⃣ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি – ১ কপি।

4️⃣ বিসিক শিল্প নিবন্ধনের ফটোকপি – ১ কপি (যদি থাকে)

5️⃣ ট্রেড লাইসেন্সের ফটোকপি – ১ কপি


📢যোগাযোগ নম্বর:

☎ অফিস: 02998832087

📱 মোবাইল:

🔹 আছাদুজ্জামান আল ফারুক (সহকারী মহাব্যবস্থাপক): 01718581379

🔹 শামীম রেজা সুমন (প্রমোশন কর্মকর্তা): 01623005177

🔹 দয়াময় বিশ্বাস (সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা): 01725402584

🔹 শাকিল মিয়া (সিসিটি): 01645823452


📍 স্টল সংখ্যা সীমিত – আগেই বুকিং করে নিশ্চিত করুন!


আয়োজনে: বিসিক জেলা কার্যালয়, কিশোরগঞ্জ

সহযোগিতায়: জেলা প্রশাসন, কিশোরগঞ্জ।